রেকর্ড ভোটে কাজাভস্তানের রাষ্ট্রনায়ক নজরবায়েভ
কাজাখস্তানের নির্বাচনে রাষ্ট্রপ্রধান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন দেশটির সুপরিচিত কূটনীতিক নুরসুলতান নজরবায়েভ।
নজরবায়েভ রীতিমতো নজরকাড়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। জানা যায় ৯৭.৭ শতাংশ ভোট পেয়ে তিনি নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সরকারী সূত্রে জানা গেছে, ইতোপূর্বে ৯৫.১১ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। নজরবায়েভ সে রেকর্ড ভেঙেছেন।
৭৪ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিক এ নিয়ে পঞ্চমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন।
মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ রাষ্ট্র কাজাখস্তানের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিগত সময়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে বিশেষজ্ঞদের মতামত।
মন্তব্য চালু নেই