রুশ বিমান হামলার বিরুদ্ধে মস্কোতে বিক্ষোভ

সিরিয়ায় রুশ বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেছে খোদ রুশিরাই। শনিবার রাজধানী মস্কোতে মাত্র দেড়শ লোক মিলে ওই বিক্ষোভ মিছিলটি বের করে। তবে পুলিশি বাধার কারণে বিক্ষোভে যোগ দিতে পারেনি আরো প্রায় তিনশ মানুষ। গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর দেশটিতে এটিই প্রথম বিক্ষোভের ঘটনা।

শনিবার ‘সলিডারিটি’ এবং ‘পার্টি অব ডিসেম্বর ৫’ নামের দুটি দল এই বিক্ষোভের ডাক দিয়েছিল। রাশিয়ার সিংহভাগ মানুষ সিরিয়া হামলাকে সমর্থন করছে বলে সম্প্রতি এক জনমত জরিপ প্রকাশের পর তারা এই মিছিল বের করে।

‘রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্স সেন্টার’ নামের এক প্রতিষ্ঠান গত ৩-৪ অক্টোবর ৪৬টি শহরে ওই জনমত জরিপ চলিয়েছিল। জরিপে অংশগ্রহণকারী ৬৬ ভাগ রুশি সিরিয়ায় বিমান হামলার প্রতি পূর্ণ সম্পূর্ণ বা শর্তসাপেক্ষে সমর্থন জানায়। এর বিরোধিতাকারীর সংখ্যা ছিল মাত্র ২৭ ভাগ।



মন্তব্য চালু নেই