রিজার্ভ চুরি : ফের পেছাল মামলার তদন্ত প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পেছানো হয়েছে। আগামী ১৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান রোববার এ দিন ধার্য করেন। আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল ১৮ ডিসেম্বর। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে আবারো দিন নির্ধারণ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালে ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরির টাকা ফিলিপাইনে পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
মন্তব্য চালু নেই