রাস্তায় নামবেন ব্যবসায়ীরা

রাস্তায় নেমে জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ জানাবেন ব্যবসায়ীরা। সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপিও দেবেন তারা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রোববার এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

এরআগে ২০১৩ সালেও যখন দেশজুড়ে একই রকম সহিংসতা ছড়িয়ে পড়ে তখনও ব্যবসায়ীরা শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন।

রোববার সভা শেষে সংগঠনের সভাপতি কাজী আকরাম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘চলমান সহিংসতার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করা হবে। সেখানে কোনো বক্তব্য দেয়া হবে না। অনেক লোক জড়ো হয়ে জাতীয় সঙ্গীত বাজানো হবে।’

এই কর্মসূচির পরেও সহিংসতা বন্ধ না হলে দুই নেত্রীকে ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এরপরেও যদি সহিংসতা বন্ধ না হয় তাহলে দেশের ব্যবসায়ীদের নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমান সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। হরতাল-অবরোধে দেশের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। দলের চাইতে দেশ বড়। দেশ রক্ষা করা সকলের কর্তব্য।’



মন্তব্য চালু নেই