রাষ্ট্রপতি রাতে সিঙ্গাপুর যাচ্ছেন

রাষ্ট্রপতি আবদুল হামিদ ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। সিঙ্গাপুরে ন্যাশানাল আই হসপিটাল এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তারা রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সাতদিনের চিকৎসা সফর শেষে আগামী ৩ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
সর্বশেষ গত ৩ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। ওই সময়  মাউন্ট এলিবাজেথ হাসপাতালে তার হৃদযন্ত্রের কিছু পরীক্ষা করা হয়। এছাড়া সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে তিনি চোখের চিকিৎসা নেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হওয়ার পর এর আগে তিনবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান আবদুল হামিদ।



মন্তব্য চালু নেই