জি-সেভেন সম্মেলন

রাশিয়া-ইউক্রেন মুখোমুখি বৈঠকের আহ্বান ওবামার

ইউক্রেনের সার্বভৌমত্বকে অবমাননা করলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে জি-সেভেন। বৃহস্পতিবার ব্রাসেলসে বেলজিয়ামের অনুষ্ঠিত জি-সেভেনের সম্মেলনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ও জি-সেভেনের নেতারা এ কথা বলেন।

বারাক ওবামা রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের নবনিযুক্ত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে সংকট নিরসনে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

ওবামা বলেন, ‘অস্থিরতা আর্থিক ও নীতিগত প্রেরণা যুগিয়ে চলেছে রাশিয়া। এটা একইসঙ্গে বেআইনী এবং ধ্বংসাত্মক। ইউক্রেনের রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে এখনও পুতিনের আলাপের সুযোগ রয়েছে। তিনি এ সুযোগটি নিকে পারেন।’

তিনি আরও বলেন, ‘পুতিন এমন উদ্যোগ নিলে রাশিয়া ও এর অনুগামী দেশগুলোর সঙ্গে ইউরোপের সম্পর্ক ও আস্থা উন্নয়নে পুনরায় মনোযোগী হতে আমরা উৎসাহী হব।’

ইঙ্গো প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওবামার চেয়ে অগ্রবর্তী হয়ে রুশ রাষ্ট্রপতির জন্যে সময় বেঁধে দেন। আগামী মাসেই রুশ রাষ্ট্রপতির জন্যে তাদের মুখোমুখি হওয়া আবশ্যক বলে মত ব্যক্ত করেন তিনি।

আলোচনা চলাকালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের সব ক’টি সীমান্ত ফাঁড়িতে রুশপন্থিরা দখল নিয়েছে বলে বার্তা পৌঁছে।



মন্তব্য চালু নেই