রাশিয়ার কোম্পানীর ওপর আমেরিকার নিষেধাজ্ঞা, জবাব দেবে মস্কো
রাশিয়ার সাত জন প্রভাবশালী কর্মকর্তা ও ১৭টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এসব কর্মকর্তা ও কোম্পানির ঘনিষ্ঠতা রয়েছে।
আজ সোমবার হোয়াইট হাউজ দাবি করেছে, “ইউক্রেনে রাশিয়ার চলমান হস্তক্ষেপের জবাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।” যেসব কমকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে বিখ্যাত তেল কোম্পানি রোসনেফ্তের প্রধান ইগোর সেচিন এবং প্রভাবশালী আইন প্রণেতা আলেক্সি পুশকভ রয়েছেন। একইসঙ্গে আমেরিকা থেকে উন্নত প্রযুক্তির পণ্য সামগ্রী রাশিয়ায় রপ্তানির ওপর কড়াকড়ি আরোপের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও হোয়াইট হাউজের মুখপাত্র জেই কার্নে জানিয়েছেন।
তিনি দাবি করেন, জেনেভা ঘোষণা বাস্তবায়নে রাশিয়া কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমেরিকার নয়া নিষেধাজ্ঞার জবাব দেয়া হবে এবং এ জবাব হবে বেদনাদায়ক। আমেরিকার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। তবে আমেরিকার নয়া নিষেধাজ্ঞার জবাব হিসেবে রাশিয়া যেসব পদক্ষেপ নেবে, তাতে ইউরোপে মার্কিন মিত্র দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য চালু নেই