রানওয়েতে পিছলে গেল বিমান, আহত ২০
জাপানের হিরোশিমা বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে একশ’ আশি ডিগ্রি ঘুরে থামল এশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন। এই ঘটনায় প্লেনটির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷স্থানীয় হাসপাতালে এদেরকে ভরতি করা হয়েছে৷মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে৷
জানা গিয়েছে, এয়ারবাস ৩২০ বিমানটিতে ৭৪ জন যাত্রী ছাড়াও সাতজন ক্রু সদস্যও ছিলেন৷ প্লেনটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে জাপানের হিরোশিমা আসছিল৷হিরোশিমা বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি অবতণের সময় নিকটবর্তী ১৮ ফুটের একটি গ্লাইডস্লোপ টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়। আর তার জেরেই এই দুর্ঘটনা৷
বিমানের এক যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এই ধাক্কার পরই প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে৷ আমরা ভেবেছিলাম আগুন লেগে গিয়েছে৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের ক্রু মেম্বাররা অক্সিজেন মাস্ক আমাদের যাত্রীদের উদ্দেশে দেন৷তাই এ যাত্রায় বেঁচে গেলাম’৷বেশ কয়েক ঘন্টার জন্য হিরোশিমা বিমান বন্দর বন্ধ করে রাখা হয়েছে৷
মন্তব্য চালু নেই