রাতভর শিবিরের মেসে অভিযান, আটক ২০

রাজধানীর খিলগাঁও-এ একটি মেসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও এর একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছে।

এসময় তাদের হেফাজত থেকে ৪টি কটেল, ৩টি চাপাতি, ৭টি কম্পিউটার ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশজুড়ে এ অভিযান শুরু করেছে।



মন্তব্য চালু নেই