রাণীনগরে সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় হামিদুল ইসলাম (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত হামিদুল ইসলাম উপজেলার ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক হামিদুল ইসলাম সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে রাণীনগর উপজেলা সদরে আসেন চারু-কারুকলা প্রশিক্ষনের অংশ নিতে। প্রশিক্ষন শেষে বেলা ২টায় তিনি মোটরসাইকেল নিয়ে নিজ বাসার উদ্দেশ্যে বের হন।

এসময় রাণীনগর -আবাদপুকুর রাস্তার ছয়বাড়িয়া নামকস্থানে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। তবে সেখানে কিভাবে, কার সাথে এ দূর্ঘটনা ঘেেটছে তা স্পষ্ট করে কেউ বলতে পারছেনা। তারা বলছেন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথ যাত্রীরা রাণীনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।শিক্ষক হামিদুল ইসলাম উপজেলার করজগ্রামের মল্লিক পাড়ার মৃত দাছের আলীর ছেলে।



মন্তব্য চালু নেই