পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী সিমাই জব্দ : ৫০ হাজার টাকা জরিমানা

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে এক মেসি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী সিমাই জব্দ ৫০ হাজার টাকা জরিমানা। গত বুধবার রাত ২ টার দিকে বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে বিএসটিআই অনুমোদনহীন কারখানা থেকে পুলিশ লক্ষাধিক টাকার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী সিমাই জব্দ করেছে। এসময় দুই কারখানার মালিকদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যামাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান ২টি কারখানার মালিক ফেকু শেখের পুত্র আব্দুল কুদুস (৪৮) ও কিতাব উদ্দিনের পুত্র এনামুল হক (৩৩) কে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন । উপজেলা সহকারী কমিশনার ভূমি ফিরোজ হাসান উপস্থিত সাংবাদিকদের জানান এর আগে আমি সোনাপুর তাঁতিপাড়া গ্রামে ৩ বার গিয়ে তাদের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সিমাই তৈরী করতে নিষেধ করেছিলাম।



মন্তব্য চালু নেই