রাণীনগরে স্কুল ছাত্র নিখোঁজ ॥ চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় পরিবার!
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মারুফ হোসেন জয় (১২) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার উপজেলার চকমুনু গ্রাম থেকে এ নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পরিবারটি চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে।
নিখোঁজ মারুফ হোসেন জয় এর বাবা মাসুদরানা জানান, জয় এলাকার একটি ব্র্যাক স্কুলে ৫ম শ্রেণীতে লেখা পড়া করে। মঙ্গলবার স্কুল থেকে এসে সন্ধ্যা অনুমান ৬টা নাগাদ খেলা-ধুলা করার উদ্দেশ্যে বাড়ী থেকে বেড় হয়ে যায়। এর পর সন্ধ্যায় বাড়ীতে না আসলে অনেক খোঁজা-খুজি করে তাকে আর পাওয়া যায়নি। এঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি আরো জানান,আমাদের আশংকা তাকে কেউ অপহরণ করে থকতে পারে। এঘটনার পর থেকে পরিবারটি চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান,এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।
মন্তব্য চালু নেই