৪৮ ঘন্টা পর চরফ্যাসনে বাস চলাচল শুরু

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে ৪৮ ঘন্টা পর যাত্রীবাহি বাস চলাচলা শুরু হয়েছে।বুধবার(২৭জুলাই) ভোর থেকে আবার পূর্ণরায় বাস চলাচল করতে শুরু করেছে ।চরফ্যাসন বাস মালিক সমিতির সভাপতি মনিরুদ্দিন চাষী এ তথ্য নিশ্চিত করে জানান, দুই পক্ষেও মধ্যে যে ভুল বুঝাবুজি হয়েছিল তা একটি সমঝোতার মাধ্যমে বাস চলাচল পূর্ণরায় চালু করা হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. এনামূল হক জানান, দু পক্ষের মধ্যে সমাধানের পর বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এছাড়াও যে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এরাতে পুলিশ প্রস্তুত রয়েছে।এদিকে, বাস চলাচল শুরু করায় শস্তি ফিরে এসেছে সাধারন যাত্রী চাকরী জীবি, স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ সকল পেশার মানুষে মধ্যে।

উল্লেখ্য,গত সোমবার দুপুরে চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. শিপনের গায়ে কাদা পানির ছিটা যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতা কমীরা চরফ্যাসন বাস ডিপোতে হামলা করে ১১ টি যাত্রীবাহি বাস ভাঙচুর করে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে এবং দুই দিন ভোলা-চরফ্যাশন বাস চলাচল বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে আবার পূর্ণরায় বাস চলাচল করতে শুরু করেছে।



মন্তব্য চালু নেই