রাণীনগরে বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : মহান বিজয় দিবস উপলক্ষে রাণীনগরে শীতার্থ ও দু;স্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আকাদপুকুর চারমাথা মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একডালা ইউনিয়ন যুবলীগের আহবায়ক রহুল আমিন এর একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রায় সাড়ে ৫শত শীতার্থ ও দু:স্থ্যদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠিত সভায় একডালা ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিৎ কুমার সাহা, কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুৎ কুমার চৌধুরী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, আবাদপুকুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বেলুন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একডালা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাফিজার রহমান।



মন্তব্য চালু নেই