রাণীনগরে প্রথম দিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : সারা দেশের মত চলতি এসএসসি পরীক্ষায় প্রথম দিনে নওগাঁর রাণীনগরে চারটি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্র রাণীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়, আবাদপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আল-আমিন সিনিয়র দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে একটানা দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি এসএসসি পরীক্ষায় রাণীনগর উপজেলার চারটি কেন্দ্রে মোট এক হাজার নয়শত ৭৩ জন পরীক্ষার্থী থাকলেও তিন জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।



মন্তব্য চালু নেই