রাজশাহীতে ট্রেনের ধাক্কায় গাড়ি চালক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মাজার গেট এলাকায় ট্রেনের ধাক্কার রাজশাহী জেলা প্রশাসন (ডিসি) অফিসের একটি পাজেড়ো গাড়ির চালক আহত হয়েছেন। আহত চালক আজহারুল ইসলাম (৪৫)। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় চালকের মাথায় আঘাত লাগলে তাকে রামেকে ভর্তি করা হয়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ওই চালক গাড়িতে করে জেলা প্রশাসনের এক কর্তকর্তাকে রেখে একাই অফিসে ফিরছিলেন। পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাজার গেট এলাকার রেললাইন পার হতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় পাজেড়ো গাড়িটি উল্টে যায়। এতে চালক আজহার মাথায় আঘাত পান।

রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, আজহারের অবস্থা খুব গুরুতর নয়, রামেকে তার চিকিৎসা চলছে।



মন্তব্য চালু নেই