খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বিএনপি চেয়াপারসন বেগম জিয়ার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির বৈঠকটি শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শেষ হয়েছে।
বৈঠক শেষেই প্রতিনিধি দলটি চলে যায়। গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে সাংবাদিকরা উপস্থিত থাকলেও কারো সঙ্গে কোনো কথা বলেননি প্রতিনিধি দলের কোনো সদস্য। বিএনপির পক্ষ থেকেও এখনো কিছু বলা হয়নি।
ই্উরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের মধ্যে ছিলেন- ক্রিশ্চিয়ান দান প্রেদা (প্রধান), ইয়োসেফ ভেইডেনহোলজার, মার্সিন গাসিউক, লেভেন্ত সাসজি, ক্যারল কারস্কি, ব্রিগিত ব্রাতাইল।
সন্ধ্যা সাড়ে ৬টায় ৯ সদস্যের প্রতিনিধি দলটি বেগম জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করে। এই ৯ সদস্যের মধ্যে তিনজন ইইউয়ের আবাসিক প্রতিনিধি।
প্রতিনিধি দলটি চারদিনের সফরে ঢাকা এসেছে। এই সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

ইইউ প্রতিনিধি দল খালেদার কার্যালয়ে



মন্তব্য চালু নেই