রাজনীতিতে আসছে বেনজিরের মেয়ে

মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারিকে রাজনীতিতে আনার পরিকল্পনা করছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি । রাজনীতিতে প্রায় নতুন, ছেলে বিলওয়াল ভুট্টোর হাতকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নিয়েছেন জারদারি।

গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল। অচিরেই দলীয় বিষয় নিয়ে বাবার সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। এরপরই বিলওয়াল লন্ডনে চলে যান।

পিপিপির একটি সূত্র জানিয়েছে, অক্সফোর্ডে উচ্চ শিক্ষার জন্য বিলওয়াল রাজনীতি থেকে দুই বছরের জন্য দূরে থাকার পরিকল্পনা করেছেন। তার অনুপস্থিতিতে দলে একজন ভূট্টো দরকার। সে কারণেই বখতাওয়ারকে রাজনীতিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি।

বখতাওয়ারকে ইতোমধ্যে দলের জ্যেষ্ঠ নারী নেত্রীরা রাজনীতির পাঠ দিতে শুরু করেছেন। নানা জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ এপ্রিল প্রথম রাজনৈতিক ভাষণ দিতে পারেন ভুট্টো পরিবারের এ সদস্য। কারণ ওই দিনের কর্মসূচিতে বিলওয়ালের যোগদানের সম্ভাবনা একেবারেই ক্ষীণ।



মন্তব্য চালু নেই