রাজধানী ঢাকার রাস্তায় এক স্বামীকে নিয়ে দুই বৌয়ের টানাটানি! (ভিডিও)
এক স্বামীকে দুই বৌয়ের টানাটানি, অতঃপর স্বামীর পলায়ন সম্প্রতি ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে রাজধাণীর রাজপথের মধ্যেই দুই বৌ টানাটানি শুরু করে দেয় এক স্বামীকে নিয়ে।
টানাটানির চোটে জামা প্যান্ট ছিঁড়ে কোনভাবে ইজ্জত নিয়ে পলায়ন করে বাঁচে স্বামী। টানাটানির সময় পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, এই দুই স্ত্রী বাদের লোকটির নাকি আরো একটি স্ত্রী আছে। লোকটির পলায়নের পর শুরু হয় দুই বৌয়ের মধ্যে কিছুক্ষন টানা হেচড়া, অতঃপর রাজপথের বাস্তব জীবনের নাটকের পরিসমাপ্তি ঘটে।
https://youtu.be/0xa7oD2z_bs
মন্তব্য চালু নেই