রাজধানীতে ৩০০০ পিস ইয়াবা ও পিস্তলসহ আটক ৪
রাজধানীতে ৩ হাজার পিস ইয়াবা এবং একটি বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে রাজধানীর কলাবাগান থেকে দুইজন এবং দারুস সালামের গাবতলী থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন গাইন ও জহিরুল ইসলাম ওরফে বাবু। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি জানায়, তারা কক্সবাজার ও কুমিল্লার সিমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। পরে সেই ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করতেন।
অপরদিকে গাবতলী বাসস্ট্যান্ডে হানিফ পরিবহন কাউন্টারের সামনে হতে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় রায়হান হাসান ওরফে মুন্না ও আতিকুল হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুন্না জানান, তিনি একজন অস্ত্র ব্যবসায়ি। তারা সিমান্তবর্তী জেলা দিয়ে পার্শবর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে।
এ ঘটনায় দারুস সালাম ও কলাবাগান থানায় দু’টি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই