রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে খিলগাঁওয়ে ও শাহবাগে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার নুরুল হুদার ছেলে আরমান হোসেন (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নূর আলম (১৭)।

আরমান হোসেন বায়তুল মোকাররম মসজিদের পাশে টুপির দোকানে কাজ করতেন। আর নূর আলম বাস হেলপাল ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফারায়েজী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ দিন সোয়া ১টার দিকে শাহবাগের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বিপরীত দিকের রাস্তায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন আরমান হোসেন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, এ ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র জানান, এদিন ভোরে সোহেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে আসছিল। সোয়া ৬টার দিকে খিলগাঁও বাসাবো পৌঁছলে বাসের ছাদ থেকে পড়ে যান নূর আলম। তিনি ওই বাসের হেলপার ছিলেন।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই