রাজধানীতে ময়লার ভাগাড় থেকে জীবিত এক নবজাতক উদ্ধার
ঢাকার শাহআলী থানাধীন বেড়িবাঁধ এলাকায় সিটি করপোরেশনের ময়লার ভাগাড় থেকে জীবিত এক নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সাড়ে ৬টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পথচারী বিপ্লব মিয়া বলেন, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শিশুর কান্না কানে আসে। ভাগাড়ের কাছে গিয়ে দেখি পলিথিনে মোড়া নবজাতক পড়ে আছে। এরপর পুলিশে খবর দিই।
খবর পেয়ে শাহআলী থানার এসআই জহির ঘটনাস্থলে যান। এরপর তিনি নবজাতকটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
‘ধারণা করা হচ্ছে শিশুটির বয়স একদিন বা দুইদিন। জন্মের পরপরই হয়ত এখানে কেউ ফেলে গেছে’ বলেন এসআই জহির।
মন্তব্য চালু নেই