রাজধানীতে ভুয়া এসআই আটক

রাজধানীর কোতোয়ালী থানার তাঁতীবাজার এলাকা থেকে রুবেল নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি আবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে হাজারীবাগ এলাকায় পুলিশের পোশাক পরা এক যুবক একটি মোটর সাইকেল পরীক্ষা করার কথা বলে থামায়। বাহকরা নামার সঙ্গে সঙ্গে পুলিশের পোশাক পরা যুবকটি মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এরপর এই মেসেজ সব থানায় জানালে রাতেই তাঁতীবাজার মোড় থেকে পুলিশের পোশাক পরা অবস্থায় রুবেলকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই