রাজধানীতে ভবনধসের গুজব

রাজধনীর পুরানা পল্টনের বিজয় নগরে ভবন ধ্বসের খবর পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের মাধ্যমে জানা যায়, ঘটনাটি সত্য নয়- গুজব ছড়ানো হয়েছে।

সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীতে এ গুজব রটে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ এনায়েত জানান, স্কাউট ভবনের পাশে ৭২ নম্বর ভবনের নিচে গ্যাস লাইনে সমস্যা হয়। এ সময় সেখানকার লোকজন ভবনটি ধ্বসে যাচ্ছে বলে গুজব ছড়ায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিষয়টিকে গুজব বলে নিশ্চিত হয়।

পল্টন থানার এসআই মাহফুজ জানান, ভবন ধ্বসের গুজব ছড়ানো হয়েছে। গ্যাসের লাইনে সামান্য সমস্যা হয়েছিল। পরে তা ঠিক হয়ে যায়।



মন্তব্য চালু নেই