রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সোহেল রানা (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কারওয়ান বাজারের বিআরবি ক্যাবলস’র এমআরএস ভবনের সামনে শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল রানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এমআরএস ভবনের নিরাপত্তাকর্মী মেহেদী হাসান জানান, ওই ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে পুলিশ সদস্য সোহেল রানা যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই