রাজধানীতে প্রশ্নপত্র ফাঁস জালিয়াত চক্রের ১১ জন আটক

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদের আটক করা হয়েছ। তারা সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। বুধবার সকাল ১১ টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।



মন্তব্য চালু নেই