রাজধানীতে দুই বাসে আগুন, জগন্নাথের ছাত্রী দগ্ধ
বিরোধী জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে শনিবার সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ কয়েক জন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টা ও পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এবং কদমতলী থানার রায়েরবাগে যাত্রীবাহী বাস দুটিতে আগুন দেয়া হয়।
রায়েরবাগে বাসে আগুনে দগ্ধ সুলতানা ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। তাকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে হাসপাতালের চিকিৎসক রাশেদুল হাসান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় রায়েরবাগে ‘স্বদেশী পরিবহনের’ একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৫/৬ জন দগ্ধ হন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই