রাজধানীতে চোখে চশমা, শার্ট, টাই পরা ঝাল মুড়ি বিক্রেতা ইনি কে?

কালো প্যান্ট, কালো জুতা, গোলাপি শার্ট, গলায় কফিরঙা টাই, ‍হাতে ঘড়ি, পকেটে কলম, চোখে হালকা ফ্রেমের চশমা। মাঝারি গড়নের স্বাস্থ্যের এ লোকটিকে ঘিরেই ফুটপাতে জমে আছে জটলা। পথচারীদের চোখেও উৎসুক দৃষ্টি!

এটুকু শুনে মনে হতে পারে, এ নিয়ে ভাবার কি আছে! কোনো করপোরেট কর্মজীবী হবেন। করপোরেট, কিন্তু জুলহাস হওলাদার বেছে নিয়েছেন তার নিজের প্রতিষ্ঠান। সেখানে তিনিই প্রধান নির্বাহী।

গত তিন বছর যাবৎ রাজধানীর শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে যাত্রী ছাউনির পাশে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন তিনি।

আর ভোজন রসিকদের মুখে তুলে দেন সুস্বাদু ঝাল মুড়ি। তবে জুলহাস মোটেও বিব্রত নন। তার বক্তব্য, বাংলাদেশ এগিয়ে গেছে, আমি কেন পিছিয়ে থাকবো! আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজি রেখে এ দেশ স্বাধীন করেছেন। সেই দেশ আজ এগিয়ে গেছে, আমিও বসে থাকবো না।



মন্তব্য চালু নেই