রাজধানীতে ঘুমন্ত স্বামীকে হত্যার পর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
রাজধানীর মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকায় ফজল শেখ (৫০) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যার অভিযোগ মিলেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
ঘুমন্ত স্বামীকে প্রথমে শীলপটা দিয়ে মাথায় আঘাতের পর পুরুষাঙ্গ কেটে দেন ওই ব্যক্তির বড় স্ত্রী। এরপর নিজেই থানায় গিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা দেন সেই নারী।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জলিল জানান, পারিবারিক কলহের জের ধরে বড় স্ত্রী চন্দন বাহার সকালে তার স্বামী ফজলের মাথায় শীলপাটা দিয়ে মাথায় আঘাত করে এবং পুরুষাঙ্গ কেটে দেয়।
পরবর্তীতে তিনি থানায় গিয়ে ঘটনাটি খুলে বলেন। পরে পুলিশ তার বাসায় গিয়ে ফজলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১০টার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন।
আটক স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, ফজল বড় স্ত্রীকে রেখে আরো ২টি বিয়ে করেন। বেশিরভাগ সময় তিনি ছোট স্ত্রী সেজনা আক্তার রুমীকে নিয়েই থাকতেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই