রাজধানীতে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মগবাজার এলাকায় ওষুধ কোম্পানির অ্যাকাউন্টস অফিসার সেলিম আলমকে (৩৫) গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।
রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় সেলিম আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করছেন, দুর্বৃত্তরা গুলি করে তার সঙ্গে থাকা কোম্পানির ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই