মূল হোতা আরজু র্যাবের কব্জায়!
রাজধানীতে কিশোরকে পিটিয়ে মারলো ছাত্রলীগ সভাপতি
রাজধানীর হাজারীবাগে রাজা মিয়া নামের ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এ হত্যার অভিযোগ উঠেছে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া ও তার সহযোগী কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ আরজুসহ চারজনকে আটক করেছে। মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে রাজাকে পিটিয়ে হত্যা করা হয় দাবি রাজার স্বজনদের।
রাজার স্বজনেরা অভিযোগ করেন, সোমবার ভোরে আরজু মিয়ার চারটি মোবাইল সেট ও ল্যাপটপ চুরি হয়ে যায়। সন্দেহের বশে আরজু পার্শ্ববর্তী বাসা থেকে রাজুকে ধরে নিয়ে বেদম পিটুনি দেয়। এতে রাজা অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
রাজার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিকেল ৫টার দিকে হাসপতালের চিকিৎসক রাজাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের চিকিৎসক জানান, রাজার শরীরের একাধিক জায়গায় নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আর আরজুকে র্যাব আটক করেছে।
মন্তব্য চালু নেই