রসগোল্লার টোপ দিলেন মোদি
রবিবার ভারতের পশ্চিবঙ্গের আসানসোল ও বাঁকুড়ায় নির্বাচনী জনসভায় যান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মানুষকে এবার রসগোল্লার তত্ত্ব শোনালেন তিনি। একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বক্তব্য দিলেন এ বিজেপি নেতা।
মোদি বলেন, ‘রাজ্যের সঙ্গে এতদিন বঞ্চনা করেছে কেন্দ্র। আমি ক্ষমতায় এলে দিন বদলে যাবে। আমার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে উন্নয়নের কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাই ডবল ফায়দা হবে রাজ্যবাসীর। তাদের দুই হাতেই থাকবে রসগোল্লা।’
সারদা কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আসল বাঘ চোরদের বাঁচায় না। সারদার দোষীদের জেলে ঢোকান, তবেই বুঝব আপনি আসল বাঘ।’
গুজরাটের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘গুজরাটে কোনো দুর্নীতি হয় না। মমতা দুর্নীতিগ্রস্ত বাংলা তৈরি করেছেন।’
রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘কেন্দ্রে শক্তিশালী সরকার গড়তে হবে। তবেই দেশের উন্নয়ন হবে।’
মন্তব্য চালু নেই