রমজানে মসজিদে ইহুদি প্রবেশ নিষিদ্ধ করলো ইসরায়েল

পবিত্র রমজান মাস পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি ও অন্যান্য অমুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মসজিদে নামাজ আদায়ে আসা মুসলিম ও ইসরায়েলি পুলিশের মধ্যে ২ দিনের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইহুদি প্রবেশের নিষেধাজ্ঞা রমজানের শেষ পর্যন্ত বহাল থাকবে।

রবিবার সকাল থেকেই মসজিদগামী মুসলিমদের সাথে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে। মূলত রমজান মাসে ইহুদিদের মসজিদ পরিদর্শনে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি দেয়া থেকেই দ্বন্দ্বের সূত্রপাত।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট রবিবার জানিয়েছে, এই সংঘর্ষে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও মারধোরের শিকার হয়ে আহত ৭ জন ফিলিস্তিনিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আল-আকস মসজিদ প্রাঙ্গণটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ঐ জায়গাটি ১৯৬৭ সালে ইসরায়েল নিজেদের করে নেয় যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। ইহুদি ও অমুসলিমরা মসজিদ পরিদর্শন করতে পারেন কিন্তু প্রার্থনা করতে পারেন না।



মন্তব্য চালু নেই