রমজানে ফাঁসি কার্যকর বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান সরকার গত কয়েক মাস ধরে যে ফাঁসি কার্যক্রম চালিয়ে আসছিল, রমজান মাসে তা বন্ধের নির্দেশ দিয়েছে।

রোজার পবিত্রতা রক্ষা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাদেশিক সরকারকগুলোকে একমাস ফাঁসি কার্যকর স্থগিত রাখার এ নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিবিসি, আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার থেকে বাংলাদেশের মতো পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে রোজা শুরু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে পেশোয়ারে একটি সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবান হামলার পর দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকরের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার।

মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও এরপর থেকে এ পর্যন্ত ১৭০ জনের বেশি দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর করা হয়।

চলতি সপ্তাহের প্রথম দিকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১৫ জনের ফাঁসি কার্যকর করা হয়।

বিশ্বে পাকিস্তানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোক বন্দি আছে বলে ধারণা করা হয়। ৮ হাজার ২ শ বন্দি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে, যাদের অনেকেই এক দশকের বেশি সময় ধরে কারাগারে আছে।

পেশোয়ারের স্কুলে ওই হামলায় স্কুলের শিক্ষক, কর্মকর্তা, শতাধিক শিশুসহ ১৫০ জন নিহত হয়।



মন্তব্য চালু নেই