‘রনির পিস্তল থেকেই গুলি ছোড়া হয়’

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে প্রমাণিত হয়েছে এমপিপুত্র বখতিয়ার আলম রনির পিস্তল থেকেই গুলি ছোড়া হয়।

সোমবার দুপুরে ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।

রনির বিরুদ্ধে অভিযোগ, গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন রোডে যানজটে পড়ে বিরক্ত হয়ে তিনি এলোপাতাড়ি গুলি চালান। এতে রিকশাচালক আবদুল হাকিম ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আহত হন।

পরে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে একটি প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো ঘ-৩-৬২৩৯) শনাক্ত করা হয়। ওই গাড়ি থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চালক ইমরানকে গ্রেফতার করে ডিবি।

এরপর ইমরানের জবানবন্দিতেই জোড়া খুনের রহস্য উন্মোচিত হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইমরান। পরে জোড়া খুনে জড়িত থাকার অভিযোগে গত ৩১ মে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে পুলিশ।

রনি আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে।



মন্তব্য চালু নেই