যৌন হয়রানির প্রতিবাদে কলকাতায় তুমুল বিক্ষোভ
যৌন হয়রানির প্রতিবাদে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এ ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিক্ষোভ-সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
কয়েক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পুলিশের হাতে যৌন হয়রানি শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্ত ও দোষী ব্যক্তিকে শাস্তির জোর দাবি জানিয়ে ১১ সেপ্টেম্বর থেকে রাজপথে বিক্ষোভ-সমাবেশ করে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন অবরোধ করার ঘোষণা দেন তারা।
তবে শিক্ষার্থীদের বের করে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ শিক্ষার্থীদের হটানোর চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্র্ষ বেধে যায়।
রাতের ওই সংঘর্ষ থামলেও পরদিন সোমবার সকালে কলকাতার রাজপথে ২৫ হাজার শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিভিন্ন দলের ছাত্র নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতীয় পুলিশ।
মন্তব্য চালু নেই