যৌনদাসী হতে রাজী না হওয়ায় ১৯ নারীকে জীবন্ত পোড়ালো আইএস
যৌন মিলনে রাজি না হ্ওয়ায় ১৯ জন ইয়াজেদি মেয়েকে জীবন পুড়িয়ে মেরেছে জঙ্গি গোষ্ঠী আইএস। জঙ্গিদের এই নৃশংসতার খবর দিয়েছে কুর্দি টেলিভিশন চ্যানেল এআরএ নিউজ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই নিউজ সাইট জানায়, গত বৃহস্পতিবার বিশাল জনসমাবেশের সামনে তাদের পুড়িয়ে মারা হয়।
আব্দুল্লাহ আল-মাল্লা নামের একজন সংবাদকর্মী এআরএ নিউজকে বলেন, ‘যৌন মিলনে রাজি না হওয়ায় তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, শত শত মানুষ ১৯ জন মেয়ে পুড়িয়ে মারতে দেখেছে কিন্তু কেউ কোনাে প্রতিবাদ করার সাহস পায়নি।
২০১৪ সালের আগস্ট মাসে উত্তর ইরাকের ইয়াজিদি প্রদেশ থেকে প্রায় ৪০ হাজার মানুষকে উৎখাত করেছিল আই এস জঙ্গিরা। পুরুষদের হত্যা করে মহিলা এবং কিশোরীদের যৌনদাসী হিসেবে বন্দী করা হয়।
গত সপ্তাহে ১৯ জন কিশোরীকে জঙ্গিদের যৌন লালসা মেটাতে চালান করা হয় মসুলে। কিন্তু জঙ্গিদের সঙ্গে যৌনতায় আপত্তি জানান কিশোরীরা। এরপর তাদের লোহার খাঁচায় ভরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
অধিগৃহীত এলাকায় যারা তাদের ধর্মাচরণে বাধা দেয় তাদেরই দাস হিসেবে বন্দী করে আই এস। আর মহিলাদের বানানো হয় যৌনদাসী।_ চ্যানেল আই
মন্তব্য চালু নেই