যে চাকরি পেলেন ওবামা!
সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন ইতিহাসে জনপ্রিয়তা যার আকাশচুম্বী। হোয়াইট হাউজ ছেড়ে তিনি এখন সাধারণ নাগরীকদের কাতারে। রাজনৈতিক ক্যারিয়ার থেকে অবসরের পর ওবামা কি কাজ করবেন সে দিকেই নজর সবার। তবে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি পেতে না পেতেই আসতে শুরু করেছে একের পর এক চাকরির প্রস্তাব।
এই নিয়ে দু দু’টো চাকরি পেলেন ওবামা। তবু কোনোটিই এখনও গ্রহণ করেননি এবং চাকরিদাতাদের কোনও উত্তরই দেননি তিনি। প্রথম চাকরির প্রস্তাবটা এসেছিল একটি ‘মিউজিক স্ট্রিমিং’ সংস্থা থেকে। ওই সংস্থা তাকে ‘প্রেসিডেন্ট অফ প্লেলিস্ট’ পদে বহাল করতে চেয়েছে। কারণ, কিছুদিন আগেই ওবামা তার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করেছিলেন।
আর সর্ব শেষ চাকরির প্রস্তাবটি পাঠিয়েছে পার্টি গেম প্রস্তুতকারী সংস্থা ‘Cards Against Humanity’। এই সংস্থাটি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বহাল করতে চেয়েছে। তারা জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী কার্যকলাপের মূল চক্রীদের শায়েস্তা করার অভিজ্ঞতা’ থাকায় তারা ওবামাকে এই পদের জন্য যোগ্য মনে করছে।
মন্তব্য চালু নেই