যে কোনও মুহূর্তে পরমাণু হামলা, প্রস্তুত থাকার নির্দেশ পাকিস্তানকে
ভারত পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ তৈরি করছে। প্রতিরক্ষার জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকা ছাড়া আর কোনও বিকল্প নেই। সম্প্রতি এমনটাই দাবি করল পাকিস্তান। পাকিস্তান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রসংঘ এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত অতিরিক্ত সচিব তাসনিম আসলাম রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে এমনটাই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি দাবি করেন, ভারত দিনে দিনে পরমাণু মজুদ বাড়িয়ে তুলেছে। এর বিপরীতে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকা ছাড়া পাকিস্তানের অন্য কোনও বিকল্প নেই। তাঁর মতে, পাকিস্তান নুন্যতম পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে।-কলকাতা২৪
মন্তব্য চালু নেই