যে কারণে ওবামাকে বাদ দিয়ে ট্রাম্পকে নববর্ষের শুভেচ্ছা পুতিনের

বিদেশী রাষ্ট্র প্রধানদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তবে এ তালিকায় বাদ পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তার স্থলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। খবর সিএনএনের।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পুতিন আশা করেন, ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ও বাস্তবমুখী আলোচনা সম্ভব হবে।

দুটি দেশের পারস্পরিক আলোচনা আন্তর্জাতিক অঙ্গনকে একটি নতুন অবস্থানে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন পুতিন।

ট্রাম্পের কাছে প্রেরিত ওই বার্তায় পুতিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা যে সব বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় আধুনিক বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

এর আগে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের প্রতিক্রিয়া হিসেবে আলাদা একটি বার্তায় বারাক ওবামা তার পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্য চালু নেই