যে কারণে এই ফুটবলপ্রেমীকে ১০ বছরের কারাদণ্ড

ইংল্যান্ডের এক ফুটবলপ্রেমীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ধাক্কা দিয়ে এক ব্যক্তিকে টানেলের ট্রেন লাইনের ওপর ফেলে দেওয়ায় ক্রিস্টোফার কোলকে এই দণ্ড দেয়া হয়। তিনি আদালতের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘ইউরো-২০১৬ কাপে খেলার সময় রাশিয়ান এক ফুটবল প্রেমীর খারাপ ব্যবহারে আমি খুবই রাগন্বিত হয়ে পড়েছিলাম। তাই পলিশ নাগরিক ডেভিড পিয়েত্রাস্কেজেককে বন্ড স্ট্রিটের টানেল রেল স্টেশনে আমি ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এ ঘটনার সিসি টিভি একটি ফুটেজও সংযুক্ত করা হয়েছে।

যদিও ভুক্তভোগী ট্রেন চলে আসার আগেই দ্বিতীয়বার চেষ্টা করে ওপরে উঠে আসতে সক্ষম হন। তবে তিনি ট্রেন লাইনের ওপর মোট ৩৪ সেকেন্ড ছিলেন। অবশ্য সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে আদালত নিশ্চিত হয়েছে, কোলের আচরণ ইচ্ছাকৃত ছিল।

ভুক্তভোগী ডেভিড পিয়েত্রাস্কেজেক জানিয়েছেন, ‘ট্রেন লাইনের ওপর পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার শরীরে বিদ্যুতের উপস্থিতি অনুভব করছিলাম। এ সময় আমি ট্রেন আসার শব্দও শুনতে পেয়েছিলাম। তবে সতর্ক থাকায় আমি ঘটনার পরপরই যত দ্রুত সম্ভব প্লাটফর্মে উঠতে সক্ষম হয়েছিলাম।’

যদিও ঘটনার পর ক্রিস্টোফার কোল পালিয়ে গিয়েছিলেন, তবে ওই বছরের জুলাই মাসে পুলিশ তাকে গ্রেফতার করে।



মন্তব্য চালু নেই