যুবকের অদ্ভুত দাবি: ‘ট্রাম্পকে গুলি করে হত্যা করেছি’
যুক্তরাষ্ট্রে একজন গাড়িচালককে হত্যায় অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি গুলি চালিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছেন। সোমবার নিউইয়র্কের টমকিনস আদালতে তিনি এই দাবি করেন। ৮ নভেম্বর ৫২ বছর বয়সী এক ইউপিএস (ইউনাইটেড পার্সেল সার্ভিস) ড্রাইভারকে হত্যার দায়ে তাকে আটক করা হয়।
ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, হত্যায় অভিযুক্ত ৩৮ বছর বয়সী জাস্টিন বার্কলি আদালতে উপস্থিত হয়ে বলেন, ‘আমি গুলি চালিয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছি।’ বিচারক জন রাউলি এই অদ্ভুত দাবি প্রত্যাখ্যান করে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। ওই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি।
প্রসিকিউটর জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর রাত ১টার দিকে ওয়ালমার্ট স্টোরের সামনে গুলি চালিয়ে উইলিয়াম স্কুমাচার নামে এক ইউপিএস ড্রাইভারকে হত্যা করেন বার্কলি। এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশের দিকেও গুলি ছোড়েন ওই ব্যক্তি। ঘটনার আট ঘণ্টা পর তাকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই