যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৫
যুক্তরাষ্ট্রে একটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় তেনেসিতে ওই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সেভিয়েরভিলের কাছে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিটে বেল-২০৬ নামের কপ্টারটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, কপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। এতে পুরো কপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কপ্টারটিতে বেশ কয়েকজন পর্যটক ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই বেশ কয়েকটি উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।
মন্তব্য চালু নেই