যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্তে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে রবিবার একটি বাড়ির ওপর ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে। খবর সিএনএনের।
ম্যাসাচুসেটস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান বিধ্বস্তের ফলে বাড়িটিতে আগুন ধরে যায়। পুরো বাড়িতে আগুন ধরার আগেই একক পরিবারটির চার সদস্য বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বিমানটির তিন আরোহী নিহত হয়েছেন।
বিমানটি ম্যাসাচুসেটসের নরউড মোমোরিয়াল বিমানবন্দর থেকে ছেড়ে পেনিসিলভানিয়ার ল্যাঞ্চেস্টার বিমানবন্দরে যাচ্ছিল।
কী কারণে বিমনাটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই