যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৯

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আরো ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নাইটক্লাবে ইলেক্ট্রনিক্স গ্রুপ গোল্ডেন ডোনা কনসার্টের আয়োজন করেছিল। কনসার্টের ইভেন্ট ফেসবুক পেইজে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে অনেকেই নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিভিইউ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাবের ভেতরে অন্তত ৫০ জন ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা ভবনের ছাদ ভেদ করে আকাশের দিকে উঠছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।



মন্তব্য চালু নেই