যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগোতে আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটি বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সান ডিয়াগো শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এ দুর্ঘটনা ঘটে ।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র নিক স্কুলার জানিয়েছেন, সান ডিয়াগো কাউন্টির ব্রাউন ফিল্ড বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে মধ্যাকাশে দুই ইঞ্জিনের এক সাব্রেলাইনার বিমানের সঙ্গে এক ইঞ্জিনের একটি সেসনা বিমানের সংঘর্ষ হয়। বিমানবন্দরের পশ্চিম দিকে একটি মাঠে বিমান দুটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে আগুন ধরে যায়। দুই একর এলাকার ঝোপঝাড় পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । বিধ্বস্ত বিমানটির কাছে অন্ততপক্ষে চার আরোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
দুটি বিমানে মোট কতজন আরোহী ছিলেন তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে ঘটনাস্থলে আহত কাউকে পাওয়া যায়নি। আগুনের তাপে দগ্ধ একজন দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানদুটির বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে এফএএ এবং জাতীয় যোগাযোগ নিরাপত্তা বোর্ড।
মন্তব্য চালু নেই