যুক্তরাষ্ট্রে জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গোলাগুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার) ঘটা ওই ঘটনায় হতাহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, গর্ভপাতের সঙ্গে জড়িত ক্লিনিকটির ভেতরে এক বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় তিনজন নিহত হয়েছে।

কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছে। তবে এখন জানানো হচ্ছে আহতের সংখ্যা আরও বেশি।

গোলাগুলির পর আক্রমণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার পরিকল্পনা ক্লিনিকটিতে কয়েক ঘণ্টা গুলিবিনিময়ের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণ বা গর্ভপাতের বিরোধিতা থেকে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।



মন্তব্য চালু নেই