যুক্তরাষ্ট্রের পর আসছে ইইউ’র কিউবাযাত্রা

ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক অধিদপ্তরের প্রধান ফ্রেডারিকা মগেরিনি চলতি মাসের শেষের দিকে রাষ্ট্রীয় সফরে কিউবার যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

ফ্রেডারিকা মনে করেন, কিউবা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রম করছে। এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সফর করে নবগঠিত সুসম্পর্ককে আরও এগিয়ে দিতে চান তিনি।

গত কয়েক বছরে ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত কূটনীতিক কিউবার সফর করেছেন, তিনি হবেন তাদের মধ্যে সবচেয়ে উচ্চপদস্থ।

আগামী ২৩ ও ২৪ মার্চ কিউবা সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন ফ্রেডারিকা। বিশ্লেষকেরা মনে করছেন ইইউ কূটনীতিকের এই পরিকল্পনা প্রমাণ করছে- সমাজতন্ত্রী কিউবার মিত্রদের তালিকায় পশ্চিম বেশ দৃঢ়ভাবেই যুক্ত হতে চলেছে।

cuban-bazar

ইইউ ২০০৮ সালে কিউবাকে সন্ত্রাসের মদদদাতা হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ কিছু অবরোধ আরোপ করেছিল। সম্প্রতি তা তুলে নিয়েছে।

একই সঙ্গে আগামী বছরের মধ্যে মানবাধিকার পরিস্থিতি, বাণিজ্য ও আর্থসামাজিক বন্ধনে আরও দৃঢ়ভাবে কিউবার সঙ্গে যুক্ত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

আসছে সফরে ফ্রেডারিকা মগেরিনি কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রডরিগেজসহ বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা যায়।



মন্তব্য চালু নেই