যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারির কলেজ জীবন (দেখুন ছবিসহ)

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য মনোনয়ন পেয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। জনসমর্থন পেলে হয়ে যেতে পারেন প্রথম মার্কিন প্রেসিডেন্টও। ইতিমধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দিয়েছেন তাকে।

2016_06_10_20_24_31_jFXJ1xDFonKdlfMh9kCHMF5A7D4vEh_original

ওয়েলেসলি কলেজ প্যানেলে হিলারি
১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্ম নেন বিশ্বব্যাপী আলোচিত যুক্তরাষ্ট্রের এই নারী রাজনীতিবিদ। শিকাগোতে বেড়ে ওঠা হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিসেবে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। পার্ক রিজে প্রাথমিক বিদ্যালয় আর মাইন সাউথ হাইস্কুলে মাধ্যমিক শেষ করে ১৯৬৫ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েলেসলি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে ভার্তি হন তিনি।

2016_06_10_20_24_34_agjDz27JRc4Qoz6YUeIbbGKJFeleka_original

কলেজ সংসদের নির্বাচনী সভায় হিলারি
হৈ-হুল্লোর আর নানা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেটেছে হিলারির কলেজ জীবন। কলেজ ছাত্র সংসদের নির্বাচন নিয়ে সময় কেটেছে তার। কলেজ জীবনে শিক্ষকদেরও প্রিয় ছাত্রী ছিলেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। তার কলেজ জীবনের অসাধারণ কিছু ছবি তুলে ধরা হলো এখানে:

2016_06_10_20_20_13_5SP0REoiIjkutvU7KnuguSjyGurXBS_original

যুক্তরাষ্ট্রের ওয়াবান হ্রদের পাশে

2016_06_10_20_20_16_h9cUlHGA0UbqIVyfSCUNmQuJOcLRzE_original

শিক্ষকদের সঙ্গে

2016_06_10_20_20_19_Oi2GlHaAPi9AlmDawZjhE2IGp2DqVN_original

কলেজে ভর্তির পর প্রথম বক্তব্য হিলারির

2016_06_10_20_20_22_wNjWym5WnQQPOgrMt5fIz7gEZwJeHo_original

যখন কলেজে ভর্তি হন

2016_06_10_20_20_25_zoQ93ujsgZgXyJ8ehfNMtzZHmeuats_original

ওয়াবান হ্রদে আরো একটি ছবি

2016_06_10_20_20_27_6bQlv06SgPXulrIQnlYpS4AEWG8NeH_original

ওয়েলেসলি কলেজ ক্যাম্পাসে

2016_06_10_20_20_30_EfisRam0kfhhO0DD3RBqulkMg4gFkd_original

ওয়াবান হ্রদে একটি আনন্দময় মুহূর্ত

2016_06_10_20_20_33_ZmXhZJ87mUT0PfmANBjnNHW0aEXwax_original

কলেজের একটি অনুষ্ঠানের বক্তৃতায়



মন্তব্য চালু নেই