‘যুক্তরাষ্ট্রের আরো শরণার্থী আশ্রয় দেয়া উচিত’
যুক্তরাষ্ট্রের আরো অধিক পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির মানবহিতৈষী ধনকুবের বিল গেটস। বিবিসিকে তিনি বলেন, আরো বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্রের উদাহরণ সৃষ্টি করা উচিত।
তিনি বলেন, জার্মানি এবং সুইডেন শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসিত হয়েছে। দেশ দুটির উদাহরণ অনুসরণ করে আরো শরণার্থীকে আশ্রয় দেয়ার ক্ষমতা তার নিজ দেশের আছে। তবে অভিবাসন শিথিল করা সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো ‘সংকুচিত বাজেট’ সমস্যা মোকাবেলা করছে। তবে শরণার্থী সমস্যাটি একটি রাজনৈতিক সমস্যা এবং মোট শরণার্থীর সংখ্যা বিশ্ব রেকর্ড হওয়ার মতো বেশি নয়।
বিশ্বের বৃহত্তম মানবহিতৈষী প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা জানান, অর্থনৈতিক উন্নয়নই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের স্রোত থামাতে পারে। আফ্রিকার দেশ ইথিওপিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি শরণার্থীর সৃষ্টির একটি উৎস ছিল। অথচ এখন তারা আফ্রিকার যেকোনো দেশের চেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
মন্তব্য চালু নেই